ঢাকা, রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

১১ মাঘ ১৪৩২, ০৬ শা'বান ১৪৪৭

জ্বালানি কাঠ সংগ্রহে গিয়েছিল ২ শিশু,ইসরাইলের হামলায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০০:৩২, ২৫ জানুয়ারি ২০২৬

জ্বালানি কাঠ সংগ্রহে গিয়েছিল ২ শিশু,ইসরাইলের হামলায় মৃত্যু

সংগৃৃহীত

উত্তর গাজায় ইসরাইলি হামলায় দুই শিশু নিহত হয়েছে। হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ লঙ্ঘন হিসেবে এই হামলা চালায় ইসরাইল।

শনিবার (২৪ জানুয়ারি) গাজার চিকিৎসা সূত্র জানায়, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে জ্বালানি কাঠ সংগ্রহের সময় বেসামরিক নাগরিকদের উপর ইসরাইল ড্রোন হামলা চালায়। এ সময় একই পরিবারের দুই শিশু নিহত হয়।

 আল জাজিরা জানায়, তীব্র জ্বালানি সংকটের কারণে অনেক ফিলিস্তিনি এখন জ্বালানি খুঁজতে বাধ্য হচ্ছেন। কারণ রাতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।
 
এছাড়া অস্থায়ী তাঁবুতে বসবাসকারী ফিলিস্তিনিদের প্রবল বাতাস এবং বৃষ্টি থেকে সুরক্ষার তেমন কোনো উপায় নেই। কারণ বেশিরভাগ আশ্রয়কেন্দ্রগুলো পাতলা ক্যানভাস এবং প্লাস্টিকের শিট দিয়ে তৈরি।
 
ইসরাইলের অবরোধের কারণে উপত্যকায় তাঁবু, মোবাইল হোম বা তাঁবু মেরামতের জন্য উপকরণের মতো গুরুত্বপূর্ণ সহায়তা সীমিত হয়ে পড়েছে।

১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি প্রায় প্রতিদিনই লঙ্ঘন করেছে ইসরাইল।

 এদিকে, শনিবার গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি শীত মৌসুম শুরু হওয়ার পর থেকে ঠান্ডা আবহাওয়ার কারণে অন্তত ১০ শিশু মারা গেছে। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন