ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

নিরাপত্তা ইস্যুতে

বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩:৩৬, ২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সিদ্ধান্ত

ছবি :সংগৃহীত

নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে ঢাকাস্থ ভারতীয় কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে অবস্থিত ভারতের পাঁচটি কূটনৈতিক মিশন পূর্ণ শক্তিতেই কার্যক্রম চালিয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানান, চরমপন্থী ও উগ্রপন্থী গোষ্ঠীর সম্ভাব্য হুমকির কারণে কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কূটনীতিকদের নির্ভরশীল সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

একজন সূত্র জানান, হাই কমিশন ও চারটি সহকারী হাই কমিশনে কর্মরত কর্মকর্তাদের পরিবারকে আপাতত দেশে ফেরার নির্দেশ দেয়া হয়েছে। তবে কূটনীতিকদের পরিবার কবে আবার বাংলাদেশে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সংখ্যা সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।

‘নন-ফ্যামিলি পোস্টিং’ ভারতীয় কূটনীতিকদের জন্য অন্যতম কঠোর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিবেচিত। বর্তমানে পাকিস্তানেও ভারতীয় কূটনীতিকদের জন্য ‘নো-চিলড্রেন পোস্টিং’ কার্যকর রয়েছে, যেখানে স্ত্রীদের থাকার অনুমতি থাকলেও সন্তানদের নেই।

ভারতীয় পক্ষ বারবার বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছে। যদিও ঢাকা এই অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে, উগ্রপন্থী সংগঠনগুলোর কার্যকলাপের দিকে চোখ বন্ধ করে থাকার অভিযোগও করেছে নয়াদিল্লি।

২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিক্ষোভের জেরে নয়াদিল্লি ও ঢাকায় উভয় দেশের কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত মাসে চট্টগ্রামে ভারতীয় মিশনের বাইরে বিক্ষোভের ঘটনাও ঘটে।

এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে বলে ধারণা করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে ভারত। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাযা অনুষ্ঠানে যোগ দেন এবং দলটির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এই পদক্ষেপকে বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

সূত্র:হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন