স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:১২, ২২ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনা করেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানান আসিফ নজরুল। সেখানে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিসিবি ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে আসিফ নজরুল বলেন, ‘সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারি সিদ্ধান্ত। মাথা নত করে নিজের দেশের মানুষকে সিকিউরিটি রিস্কের মধ্যে ফেলে, আঞ্চলিক-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে, একটা জেনুইন রিস্কের মধ্যে শুধু খেলোয়াড় না, দর্শক এবং সাংবাদিকদের ঠেলে দিলে কী হতে পারে, সেটাও আপনাদের সবার বিবেচনায় নেওয়া উচিত।’
ক্রীড়া উপদেষ্টা যোগ করেন, ‘ভারত সরকারের পক্ষ থেকে আমাদের কনভিন্সড করার যে চেষ্টা করা, যে ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে, এটা একটা আইসোলেটেড ঘটনা। আমরা সরি। আমরা এই এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, সাংবাদিক, খেলেয়াড়দের জন্য— তারা কোনো রকম যোগাযোগের চেষ্টা করেনাই, কনভিন্স করার চেষ্টা করেনাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো স্কোপ (সুযোগ) নাই।’
আসিফ নজরুল তার বক্তব্যে বলেন, ‘স্বভাবতই আমরা সবাই চেয়েছি, আমরা যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি। আমাদের ক্রিকেটাররা এটা কষ্ট করে অর্জন করেছে। কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনাই। আমাদের যে নিরাপত্তা ঝুঁকির একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নাই। এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে।’
‘যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে, উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিয়েছে। সোজা কথা, বের করে দিতে বলেছে। এখন আইসিসির যে টুর্নামেন্টটা (টে-টোয়েন্টি বিশ্বকাপ), এটা তো ভারতেই হবে। আইসিসি যতই বলুক আমাদের নিরাপত্তার কোনো আশঙ্কা নেই, আইসিসি নামে তো কোনো আলাদা দেশ নেই।’—যোগ করেন ক্রীড়া উপদেষ্টা।