স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:৩৬, ১৯ জানুয়ারি ২০২৬
ফাইল ছবি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে শঙ্কা এখনও কাটেনি। গুঞ্জন আছে, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে ভারতে না যায়; তাহলে বিকল্প দল হিসেবে বেছে নেয়া হতে পারে স্কটল্যান্ডকে। তবে এসব নিয়ে নাকি স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে এখনও কোনো আলোচনা করেনি আইসিসি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস এমন প্রতিবেদন প্রকাশ করেছে।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় জল গড়িয়েছে বহুদূর। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করেছে বিসিবি। ক্রীড়া উপদেষ্টার পরামর্শে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছে ক্রিকেট বোর্ড। আইসিসি জবাব দিয়েছে বটে, তবে তা প্রত্যাশা মতো না হওয়ায় আরেক দফায় চিঠি পাঠায় বাংলাদেশ ক্রিটে বোর্ড।
ভিডিও কনফারেন্সে বিসিবির সঙ্গে বৈঠক করেন আইসিসির প্রতিনিধিরা। সেখানে সমস্যার সমাধান না হওয়ায় গত ১৭ জানুয়ারি বাংলাদেশে এসেছিলেন আইসিসির দুর্নীতি দমন কমিশন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। সেই বৈঠকে অনলাইনে যোগ দিয়েছিলেন আইসিসির আরেক জন প্রতিনিধি।
সেই বৈঠকে আইসিসির পক্ষ থেকে আবারও নিশ্চিত করা হয়েছে যে, ভারতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তবুও নিজেদের অবস্থানের পরিবর্তন করেনি বাংলাদেশ। যার ফলে সেই বৈঠক থেকেও কোনো সিদ্ধান্ত আসেনি।
এদিকে ক্রিকইনফো জানিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলার বিষয়ে ২১ জানুয়ারি পর্যন্ত বিসিবিকে সময় বেঁধে দিয়েছে আইসিসি। তবে সময় বেঁধে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে বিসিবি।
এছাড়া ক্রিকইনফোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না যায়, তাহলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি। তবে স্কটিশদের সঙ্গে এ নিয়ে এখনও কোনো আলাপ করেনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বিবিসি স্পোর্টস জানিয়েছে, স্কটল্যান্ড বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তারা।