ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

ঝিনাইগাতীতে মাদক সেবনের অভিযোগে চারজনের কারাদণ্ড

শাহরিয়ার মিল্টন , শেরপুর

প্রকাশ: ২২:৪৬, ২২ জানুয়ারি ২০২৬

ঝিনাইগাতীতে মাদক সেবনের অভিযোগে চারজনের কারাদণ্ড

ছবি:বাংলার চোখ

শেরপুরের ঝিনাইগাতীত মাদক সেবনের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার নয়াগাঁও গ্রামে এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

দণ্ডপ্রাপ্তরা হলেন শাকিল,জহুরুল ইসলাম ,রাব্বী ও জসিম। শাকিল ও জহুরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, রাব্বীকে আট মাস ও জসিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উভয়কে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত শাকিল ও জহুরুল ইসলাম মাদকাসক্ত। তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করেন। পরে ঘটনাস্থলেই আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় দণ্ড দেওয়া হয়।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের এসআই মোস্তাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্স, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ।
 

আরও পড়ুন