ঢাকা, রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

৪ মাঘ ১৪৩২, ২৯ রজব ১৪৪৭

 চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের খেজুর মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩:৫৮, ১৭ জানুয়ারি ২০২৬

 চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের খেজুর মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

ছবি:বাংলার চোখ

আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে পচা ও নিম্নমানের খেজুর মজুদের দায়ে চাঁপাইনবাবগঞ্জের এক ব্যবসায়ীকে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিচালিত ভ্রাম্যমান আদালত। সেই সাথে অভিযানে উদ্ধার হওয়া প্রায় ৩০ কেজি পচা ও নিম্নমানের খেজুর নদীতে নিক্ষেপ করে বিনষ্ট করা হয়েছে। শনিবার দিনব্যাপি পৌর এলাকার পুরাতন বাজারে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

জানা গেছে, নিম্নমানের খেজুরে চাঁপাইনবাবগঞ্জের বাজার সয়লাবের অভিযোগে পৌর এলাকার পুরাতন বাজারের এনামুল এন্টারপ্রাইজ নামক একটি খেজুরের গোডাউনে অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় মানবদেহের জন্য ক্ষতিকর ও খাওয়ার অনুপযোগী বিপুল পরিমাণ পচা ও নিম্নমানের খেজুর মজুদ করার অপরাধে দোকান মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি খেজুরগুলো বাজারের পাশে প্রবাহিত মহানন্দা নদীতে ফেলে ধ্বংস করা হয়।

এছাড়াও একই অভিযানে বাজারের আরেকটি দোকানে ৭৫ কেজি গুড়ে ভেজাল পাওয়া গেলে তা বিনষ্ট করা হয় এবং একটি বেকারি প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কেক ও বিস্কুট তৈরিতে ব্যবহৃত ৪ কেজি অননুমোদিত রং উদ্ধারসহ শিশু খাদ্যের সাথে খেলনা সংরক্ষণের দায়ে ২ হাজার টাকার বিভিন্ন পণ্য ধ্বংস করা হয়।

অভিযানে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন