ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

পাইকগাছায় অবৈধ নেটজাল জব্দ

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২১:৩১, ১৯ জানুয়ারি ২০২৬

পাইকগাছায় অবৈধ নেটজাল জব্দ

ছবি:বাংলার চোখ

মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জাল ও টং জাল ইত্যাদি অপসারণে বিশেষ কম্বিং অপারেশন -২০২৬ পাইকগাছার বিভিন্ন নদ-নদীতে পরিচালনা করা হয়েছে।

উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে ১৯ জানুয়ারি সোমবার ১২টা থেকে উপজেলার পৌরসভা, গদাইপুর, রাড়ুলী ইউনিয়নে প্রবাহিত কপোতাক্ষ নদে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

এসময় বোয়ালিয়া থেকে ২টি অবৈধ নেট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত নেট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময়  বাংলাদেশ নৌ পুলিশ পাইকগাছার সহযোগীতায় অভিযানে নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই রবিউল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, জনস্বার্থে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জাল ও টং জাল ইত্যাদি অপসারণে বিশেষ কম্বিং অপারেশন অব্যাহত থাকবে।

আসুন, আমরা সচেতন হই। সরকারি নির্দেশনা মেনে চলি।
 

আরও পড়ুন