ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে গ্রাহকের টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩:০০, ২২ জানুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে গ্রাহকের টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

ছবি:বাংলার চোখ

বেসরকারী এনজিও জয়ীতা কনজুমার কো-অপারপটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাছেদ কর্তৃক দুইশত গ্রাহকের আত্মসাৎকৃত ৫ কোটি টাকা ফেরতের দাবীতে সংবাদ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সেই সাথে এনজিওর মালিক বাছেদকে গ্রেফতারের দাবীও জানানো হয় সংবাদ সম্মেলনে। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি অফিসে এই সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনজিও’র নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মাসুম বলেন, পলাতক এনজিও মালিক আব্দুল বাছেদ বাচ্চু দীর্ঘদিন ধরে স্থানীয়দের আমানত সংগ্রহ করে এনজিও পরিচালনা করে আসছিল। এছাড়া বোনের স্বামী হওয়ায় আমিসহ আমার মা ও বাবাকে নির্বাহী কমিটিতে রাখে। কিন্তু অর্থনৈতিক কোন লেনদেনে আমাদের সম্পৃক্ততা না থাকায় ২০২২ সালে বোন মারা যাওয়ার পর থেকে সে সকল অর্থ নিয়ে পালিয়ে যায়। এরপরে কিছু কর্মী টাকা উত্তোলন করার পাশাপাশি আমাদের পরিবারের নামে ১২টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। আর তাই গ্রাহকের ৫ কোটি টাকা ফেরতসহ পলাতক আব্দুল বাছেদ বাচ্চুকে গ্রেপ্তার করে ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এনজিওর নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মাসুম ও তার পরিবার।

এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি জয়ীতা কনজুমার কো-অপারপটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাছেদ বাচ্চুকে।

আরও পড়ুন