ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

সীতাকুন্ডে দুর্বৃত্তদের হামলায় র‌্যাব সদস্য নিহত, আহত ৪

প্র্রতিনিধি

প্রকাশ: ২১:৫০, ১৯ জানুয়ারি ২০২৬

সীতাকুন্ডে দুর্বৃত্তদের হামলায় র‌্যাব সদস্য নিহত, আহত ৪

ছবি :সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে শীর্ষ সন্ত্রাসীদের ধরতে গিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের এই হামলায় ডিএডি মোতালেব নামে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে দুর্গম পাহাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।


পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, বিকেলে র‍্যাবের একটি দল জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও পাহাড়ি এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা হঠাৎ গুলি, ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলার এক পর্যায়ে সন্ত্রাসীরা র‍্যাবের তিন সদস্য ও একজন সোর্সকে ধরে পাহাড়ের গহীনে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের অতিরিক্ত সদস্য গিয়ে যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। তবে গুরুতর আহত অবস্থায় ডিএডি মোতালেবকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুরের প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি খাস জমি দীর্ঘ ৪০ বছর ধরে ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের দখলে রয়েছে। প্রায় ৩০ হাজার কোটি টাকা মূল্যের এই বিশাল জমির দখল নিয়ে এলাকায় নিয়মিত খুনোখুনি ও সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি এলাকায় ঢুকলেই পাহারাদাররা আগাম খবর পৌঁছে দেয়, ফলে অভিযান পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইতোপূর্বেও র‍্যাব, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে সেখানে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সিরাজুল ইসলাম জানান, অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে র‍্যাব সদস্য মোতালেব নিহত হয়েছেন। আহত সদস্যদের উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আহত কনস্টেবল রিফাতুলকে চট্টগ্রাম সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে, তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

উল্লেখ্য, দখলকৃত এই জমিতে সরকারের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও সশস্ত্র সন্ত্রাসীদের বাধার কারণে জমি উদ্ধার করা সম্ভব হচ্ছে না, ফলে থমকে আছে উন্নয়ন কাজ।

আরও পড়ুন