ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘির কচুরিপানা অপসারণ 

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২০:১৫, ২০ জানুয়ারি ২০২৬

ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘির কচুরিপানা অপসারণ 

ছবি:বাংলার চোখ

খুলনার পাইকগাছায় ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘির কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি ২০ জানুয়ারি মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিস্কার পরিচ্ছন্নতা ও অপসারণ কাজের উদ্বোধন করেন।

পাইকগাছা পৌরসভা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ এর মাধ্যমে "জলবায়ু এবং ওয়াশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও জলাধার সংস্কার কর্মসূচির আওতায় সচেতনতামূলক সভার আয়োজন এবং সরল খাঁ দীঘির কচুরিপানা অপসারণ করা হচ্ছে।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন সরল খাঁ দীঘি এটি কোন সাধারণ জলাশয় নয়। শত শত বছরের পুরাতন এ দীঘিটির সাথে পাইকগাছার ইতিহাস ও ঐতিহ্য জড়িয়ে রয়েছে। কচুরিপানা অপসারণের পর দীঘিটা খনন করে দৃষ্টিনন্দন করার পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে এলাকার মানুষ পুকুরের পানি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে এবং পৌরসভার পানি সরবরাহ কাজে ব্যবহার করা যাবে।

এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক বিএম নাহিদ হাসান, ওমর ফারুক জুয়েল, প্রকল্প কর্মকর্তা কাজী ফারহানা আফরোজ ও মুক্তা বিশ্বাস, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী লিংকন আলী, প্রধান সহকারী জিয়াউর রহমান, বিকাশ ঘোষ, ইমদাদুল হক ও শাহীন হোসেন।

আরও পড়ুন