শাহরিয়ার মিল্টন , শেরপুর
প্রকাশ: ২১:০৮, ২১ জানুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি ) দুপুরে বালিজুরী রেঞ্জ অফিসের আয়োজনে রেঞ্জ অফিস সংলগ্ন মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান। তিনি বলেন, হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে সকলকে সচেতন ভূমিকা পালন করতে হবে। উপজেলা প্রশাসন সর্বদা সহযোগিতা করবে। হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে ও হাতি সুরক্ষার বিভিন্ন পরামর্শ তুলে ধরে সভায় স্বাগত বক্তব্য রাখেন বালিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া।
ডুমুর তলা বিটের এফজি শামিম আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, রানীশিমুল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, রানীশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি রুকুনুজ্জামান লাখো, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ তালুকদার, ইউপি সদস্য নুর হোসেন, সেলিম আহমেদ, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লেবানুস মারাক, ইআরটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জমশের আলী কর্নঝোড়া বিটের উপকারভোগী জামরুল ইসলাম চৌধুরী, নাফিউল হক প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিট কর্মকর্তা, ইআরটি সদস্য, উপকারভোগী ও সীমান্ত অঞ্চলে বসবাসকারী লোকজন।