ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

সাফে শ্রীলঙ্কাকে উড়িয়ে তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭:১৬, ২১ জানুয়ারি ২০২৬

সাফে শ্রীলঙ্কাকে উড়িয়ে তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ

ছবি :সংগৃহীত

দীর্ঘ বিরতি শেষে ফুটসালে ফিরেই চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী ফুটসাল দল। থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। সেখানে অপ্রতিরোধ্য বাংলাদেশ। চার ম্যাচ খেলা বাংলাদেশকে হারাতে পারেনি কোনো দলই। শ্রীলঙ্কাকে উড়িয়ে তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ।

বুধবার (২১ জানুয়ারি) সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডের ননথাবুরি হলে শ্রীলঙ্কাকে ৬-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে চার ম্যাচ খেলে ৩ জয় আর ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ।

মাঠের খেলায় প্রথম ১২ মিনিট চলে আক্রমণ পাল্টা আক্রমণ। সেখানে অবশ্য বাংলাদেশের আক্রমণের সংখ্যাই ছিল বেশি। কিন্তু গোল আদায় করতে পারেনি কোনো দলই।

১২তম মিনিটে ম্যাচের ডেডলক ভাঙে শ্রীলঙ্কা। মাঝমাঠের কাছ থেকে শট নেন শ্রীলঙ্কার শানু পাসকারান। গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি পা দিলেও বল আটকাতে পারেননি।

গোলহজম করে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। পরের তিন মিনিটে একের পর এক আক্রমণ চালায়। কিন্তু গোলবারের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান শ্রীলঙ্কার গোলরক্ষক পানিক্কিয়ালাগে।

খেলার বিপরীতে গিয়ে চার মিনিট পর আরও এক গোল হজম করে বাংলাদেশ। ১৬তম মিনিটে বক্সের কিছুটা বাইরে বল পান ইমেশা। পাশে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন দূরের পোস্টে। বল গিয়ে জড়ায় জালে।

নাটকীয়তার তখনো বাকি ছিল অনেকটা। প্রথমার্ধের শেষ দুই মিনিটে দুই গোল দিয়ে ম্যাচে সমতা টানে বাংলাদেশ। ১৮তম মিনিটে কৃষ্ণা রাণী সরকারকে বল দিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন অধিনায়ক সাবিনা খাতুন। শ্রীলঙ্কার তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে সাবিনাকে পাস দেন কৃষ্ণা, টোকা দিয়ে বল জালে জড়িয়ে দেন সাবিনা। 

প্রথমার্ধের ১৮ সেকেন্ড বাকি থাকতে পাশে ডিফেন্ডারকে ছিটকে ফেলে বল নিয়ন্ত্রণে নিয়ে ফাঁকায় থাকা সাবিনাকে পাস দেন কৃষ্ণা। প্লেসিং শটে বল জালে জড়িয়ে সমতা টানেন সাবিনা।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে লিড নেয় বাংলাদেশ। কর্নার থেকে মাতসুশিমা সুমাইয়াকে বল দেন সাবিনা। বুলেট গতির দূরপাল্লার শটে শ্রীলঙ্কার জাল কাঁপান সুমাইয়া।

১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কৃষ্ণা। কৃষ্ণার উদ্দেশ্যে গোলমুখে বল বাড়িয়েছিলেন সাবিনা। প্রথমবার কৃষ্ণা সেটি নিয়ন্ত্রণে নিতে পারেননি। শ্রীলঙ্কার ফুটবলাররা ক্লিয়ার করতে না পারলে দ্বিতীয়বার নিয়ন্ত্রণে নিয়ে বল জালে জড়িয়ে দেন কৃষ্ণা।

১৭তম মিনিটে ব্যবধান বাড়ান মাসুরা পারভীন। শ্রীলঙ্কার গোলরক্ষক এগিয়ে এসে সুমাইয়াকে আটকে দেন। তবে চলে যায় মাসুরার কাছে। ফাঁকা পোস্টে বল জালে জড়িয়ে দেন তিনি।

ম্যাচের ১৫ সেকেন্ড বাকি থাকতে সাবিনার সঙ্গে মধ্যে বল দেওয়া-নেওয়া করে আবারও শ্রীলঙ্কার জাল কাঁপান কৃষ্ণা। একেবারে শেষ সেকেন্ডে এক গোল পরিশোধ করে শ্রীলঙ্কা।

আরও পড়ুন