ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

১৩ অগ্রাহায়ণ ১৪৩২, ০৬ জমাদিউস সানি ১৪৪৭

হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪:০৪, ২৭ নভেম্বর ২০২৫

হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড গুলিবিদ্ধ

.

হোয়াইট হাউস থেকে দুই ব্লকেরও কম দূরে ওয়াশিংটন ডিসিতে গুলিবিদ্ধ হয়ে দুই ন্যাশনাল গার্ড গুরুতর আহত হয়েছেন বলে জানান শহরের মেয়র।

বৃহস্পতিবার ২৭ নভেম্বর,  রাজধানীতে ন্যাশনাল গার্ড মোতায়েনের তত্ত্বাবধানকারী জয়েন্ট টাস্ক ফোর্স ডিসি-র এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ফারাগুট স্কয়ার মেট্রো স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে এই তথ্যটি জানা যায়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার বিকেলে পশ্চিম ভার্জিনিয়া থেকে আসা দুই ন্যাশনাল গার্ড সদস্যের উপর একা একজন সন্দেহভাজন গুলি চালায়। কিন্তু কাছাকাছি থাকা অন্যান্য ন্যাশনাল গার্ড সদস্য সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করার চেষ্টা করে। ওই দুই সদস্যের অবস্থা গুরুতর। এই হামলার তদন্ত কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে হবে। বিষয়টিকে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসি জানিয়েছিলেন, ন্যাশনাল গার্ডের আহত ওই দুই সদস্য মারা গেছেন। পরে জানা যায়, তাঁরা বেঁচে আছেন। তবে অবস্থা সংকটাপন্ন।

ফ্লোরিডায় থাকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তিনি গুরুতরভাবে আহত অবস্থায় রয়েছেন। অভিযুক্ত বন্দুকধারী একজন আফগান নাগরিক যিনি ২০২১ সালের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।

ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল জানান, হামলাকারী একজনই। ঘটনাস্থলেই তাঁকে গুলিবিদ্ধ করা হয়েছে। তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস-এর কাছে একাধিক আইন প্রয়োগকারী সূত্র থেকে জানা যায়, অভিযুক্ত বন্দুকধারীকে ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়াল হিসেবে শনাক্ত করেছিল। তার অভিবাসন অবস্থা স্পষ্ট ছিল না। পূর্ববর্তী রাষ্ট্রপতি জো বাইডেনের অধীনে ২০২১ সালে দেশ থেকে বিশৃঙ্খল মার্কিন প্রত্যাহারের পর বিশেষ অভিবাসন সুরক্ষার অধীনে কয়েক হাজার আফগান মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল।

বুধবার রাতে ট্রাম্পের একটি লাইভ ভাষণে বলেন, আমাদের এখন বাইডেনের অধীনে, আফগানিস্তান থেকে আমাদের দেশে প্রবেশকারী প্রতিটি বিদেশীকে পুনরায় পরীক্ষা করা হবে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন