ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩:২৭, ২৭ নভেম্বর ২০২৫
ফাইল ছবি
ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছর করে কারাদণ্ড হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।
প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অন্য আসামিরা হলেন-গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সচিব শহীদ উল্লাহ খন্দকার ও কাজী ওয়াছি উদ্দিন, সাবেক প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার এবং সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, শামসুদ্দিন আহমেদ চৌধুরী, তন্ময় দাস এবং নুরুল ইসলাম এবং সাবেক উপ-পরিচালক নায়েব আলী শরীফ, বর্তমান পরিচালক কামরুল ইসলাম এবং সাবেক সহকারী পরিচালক মাজহারুল ইসলাম ও মোহাম্মদ সালাহউদ্দিন।
রায় ঘোষণার সময় কেবল খুরশীদ আলম আদালত কক্ষে উপস্থিত ছিলেন।
এর আগে এই মামলাসহ আরও দুই মামলায় আজ আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন।
অন্যদিকে এই মামলায় গৃহায়নের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে খালাস দিয়েছেন আদালত। তবে বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।