ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

১৩ অগ্রাহায়ণ ১৪৩২, ০৬ জমাদিউস সানি ১৪৪৭

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:২৩, ২৬ নভেম্বর ২০২৫

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকা

ফাইল ছবি

জনসংখ্যার বিচারে বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর রাজধানী ঢাকা। এই শহরে ৩৬ দশমিক ৬ মিলিয়ন (৩ কোটি ৬৬ লাখ) মানুষ বসবাস করছে। বিশ্বের বৃহত্তম শহরের তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার জনসংখ্যা ৪১ দশমিক ৯ মিলিয়ন (৪ কোটি ১৯ লাখ)। 

জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা ২০০৯ সালে নবম অবস্থানে ছিল। সেখান থেকে লাফিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। জাপানের রাজধানী টোকিও (৩৩ দশমিক ৪ মিলিয়ন) তৃতীয় স্থানে নেমে গেছে।

প্রতিবেদনে ঢাকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস দেওয়া হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম শহরে পরিণত হবে ঢাকা।
জাতিসংঘের মতে, বর্তমানে পৃথিবীতে ১০ মিলিয়নের বেশি জনবসতিপূর্ণ মেগাসিটির সংখ্যা বেড়ে ৩৩টিতে দাঁড়িয়েছে। শীর্ষ দশটি মেগাসিটির মধ্যে নয়টিই এশিয়ায় অবস্থিত, যার মধ্যে ভারতের নয়াদিল্লি (৩০ দশমিক ২ মিলিয়ন), চীনের সাংহাই (২৯ দশমিক ৬ মিলিয়ন) ও ভারতের কলকাতা (২২ দশমিক ৫ মিলিয়ন) অন্যতম।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন