আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০০:৫৬, ৩০ নভেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
খাগড়াছড়িতে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ পিআইবি'র উদ্যোগে আজ থেকে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.আনোয়ারা সাদাত।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করেন, প্রেস ইনিস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)। সভাপ্রধান ছিলেন, পিআইবির মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ। এতে পিআইবি'র সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমের মোট ৩৫ জন পেশাজীবি সাংবাদিক ডিজিটাল মিডিয়া বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন।
এ সময় খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য,সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহরিয়ার ইউনুছ,সাধারন সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপুসহ জেলাসহ নয় উপজেলার ৩৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।