ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

সড়ক দুর্ঘটনায় ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়ার মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০০:০৫, ১ ডিসেম্বর ২০২৫

সড়ক দুর্ঘটনায় ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়ার মৃত্যু

ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া । ছবি :সংগৃহীত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে  আরোহী মো. জহির উদ্দিন ভূঁইয়া (৫২) মারা গেছেন। তিনি দৈনিক ভোরের পাতার স্পোর্টস রিপোর্টার।

আজ (৩০ নভেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকরা  ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) ভর্তি দিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জহিরের ছেলে মো, রাকিব ভূঁইয়া তামিম বলেন, ‘আমার বাবা বিকাল পৌনে ৪টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের উপরে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে আমার বাবাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আমার বাবার মৃত্যু হয়।

দুই কন্যা ও এক পুত্র সন্তানের পিতা ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়ার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার চাবিতলায়। জহিরের পিতা শামসুদ্দিন ভূঁইয়া। সবুজবাগের মধ্য বাসাবো ১৭নং বাসার ১০নং গলিতে বসবাস করতেন জহির। আমরা এক ভাই দুই বোন। আমার বাবা দৈনিক ভোরের পাতার সিনিয়র ক্রীড়া সাংবাদিক ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন