ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০:১০, ১ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

ছবি -বাংলার চোখ

সংবাদ সংগ্রহের সময় সংবাদকর্মীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত¡রে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্ণালিস্ট এ্যাসোসিয়েশন-সিটিজেএ।

এ সময় জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ মোড়ে সময় সংবাদের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও এখন টিভির জেলা প্রতিনিধি সোহান মাহমুদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির সংবাদ সংগ্রহকালে জেলার উদীয়মান দুই তরুন সাংবাদিক সন্ত্রাসীদের হামলার শিকার হন গত ২৭ নভেম্বর সন্ধ্যায়। সাংবাদিক পরিচয় দিয়েও তারা সন্ত্রাসীদের হাত থেকে পরিত্রাণ পাননি। এ নিয়ে গোমস্তাপুর থানায় অভিযোগ করা হলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেননি। আর তাই যে বা যারা এই সন্ত্রাসী হামলা চালিয়েছেন তাদের অতিদ্রæত আইনের আওতায় আনতে আইন শৃংখলা বাহিনীর প্রতি জোড় দাবী জানানো হয় মানববন্ধন থেকে।

প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধনে জেলা-উপজেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন