ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ঢাকা প্রেস ক্লাবের

সভাপতি সাহাদাত হোসেন শাহীন ও সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চু

নিজস্ব প্র্রতিবেদক

প্রকাশ: ০২:০৮, ৬ ডিসেম্বর ২০২৫

সভাপতি সাহাদাত হোসেন শাহীন ও সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চু

ছবি -বাংলার চোখ

ঢাকা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭ উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ২২ তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ) হলরুমে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররানী। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা অ্যাডভোকেট শফিকুল ইসলাম কাজল এবং নির্বাচন কমিশনার ইলতুৎমিশ সওদাগর এ্যানি।

এ নির্বাচনে মোট ২২ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হন দৈনিক জনতার বাংলা পত্রিকার সম্পাদক লায়ন মোঃ সাহাদাত হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক আলোর বার্তা পত্রিকার সাব-এডিটর মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু।

অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা হলেন—
সহ-সভাপতি: কাজী মোহাম্মদ আলাউদ্দিন (সাব-এডিটর, দৈনিক মর্নিং অবজারভার),
সহ-সভাপতি: আফসানা রহমান (সহকারী সম্পাদক, দৈনিক মুক্ত খবর),
যুগ্ন-সম্পাদক: মোঃ নজরুল ইসলাম খান (সাব-এডিটর, দি ডেইলি স্টেট),
অর্থ সম্পাদক: এম. নজরুল ইসলাম (অনুসন্ধানী প্রতিবেদক, দৈনিক এশিয়া বাণী),
প্রচার ও তথ্য গবেষণা সম্পাদক: মোঃ কামরুল হাসান (স্টাফ রিপোর্টার, দৈনিক আলোর বার্তা),
দপ্তর সম্পাদক: মোঃ বাবলুর রহমান (নির্বাহী সম্পাদক, দৈনিক আজকের সত্যের আলো),
সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক: মোসাঃ নুরুন্নাহার রীতা (সম্পাদক ও প্রকাশক, দৈনিক নবজীবন),
সাংগঠনিক সম্পাদক: এম. এইচ. মাহফুজ (স্টাফ রিপোর্টার, দি ডেইলি স্টেট),
এবং নির্বাহী সম্পাদক: মোঃ শরিফুল ইসলাম আকন (মফস্বল সম্পাদক, দৈনিক নবজীবন)।

নবনির্বাচিত সভাপতি লায়ন মোঃ সাহাদাত হোসেন শাহীন বলেন,“ঢাকা প্রেস ক্লাব সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই ক্লাবকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের প্রধান লক্ষ্য। সদস্যদের প্রশিক্ষণ, পেশাগত নিরাপত্তা, আবাসন সহায়তা, চিকিৎসা সহায়তা ও দুর্যোগকালীন তহবিল আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হবে। সদস্যদের ঐক্যবদ্ধ শক্তিতেই ক্লাবকে একটি আদর্শ সংগঠনে পরিণত করা সম্ভব।”

সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু বলেন,“এই দায়িত্ব আমাদের জন্য শুধু একটি পদ নয়, এটি একটি আমানত। সদস্যদের অধিকার রক্ষা, সংবাদকর্মীদের চাকরি সংক্রান্ত নিরাপত্তা, ন্যায্য সম্মানী এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় আমরা আপসহীন থাকব। ক্লাবের সকল প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পাশাপাশি সাধারণ সদস্যদের জন্য ভাতা, শিক্ষা সহায়তা, চিকিৎসা তহবিল ও জরুরি সহায়তা আরও বিস্তৃত করা হবে।”

সাংগঠনিক সম্পাদক এম. এইচ. মাহফুজ বলেন,“ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য। তৃণমূল সাংবাদিকদের ক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা, নিয়মিত সভা আয়োজন, সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং নতুন সদস্যদের দক্ষতা উন্নয়নে কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে। ক্লাবকে একটি পারিবারিক বন্ধন ও পেশাগত আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করব।”

এছাড়া অন্যান্য নবনির্বাচিত নেতৃবৃন্দও ঢাকা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত অধিকার সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন