চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯:০৮, ১৪ জানুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে আবারো ১৭ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ভোরে ভারত থেকে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠায় বিএসএফ। পরে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির বিভিষন বিওপির টহদ দল তাদের আটক করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় সোপর্দ করে। বিজিবি’র ১৬ নওগাঁ ব্যাটালিয়নর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- যশোর জেলার সদর উপজেলার অভয়নগর এলাকার কোটা গ্রামের আবু বক্করের ছেলে বায়েজিত মোল্লা (১৮), একই জেলার অভয়ণগর উপজেলার পায়রাহাট এলাকার পায়রা গ্রামের নাসির খানের ছেলে মোহাম্মদ বিল্লাল খান (২৬), বিল্লাল খানের স্ত্রী বৃষ্টি বেগম (২৫) ও ছেলে তামিম খান (৮), নওপাড়া এলাকার বৈকারা গ্রামের মহাতাব বিশ্বাসের ছেলে সাবির বিশ্বাস(২৮), সাবির বিশ্বাসের স্ত্রী জুলি বিশ্বাস (২০) ও ছেলে আব্দুল্লাহ বিশ্বাস (৩), একই এলাকার বৈকারা কবরস্থান গ্রামের আফজাল খানের স্ত্রী রওশন আরা বেগম (৩৮), তার ছেলে শাহিন খান (১৮) ও শামিম খান (৮), একই গ্রামের তারিপ গাজীর ছেলে ইসলাম গাজী (৪৫), ইসলাম গাজীর স্ত্রী মমেনা বেগম (৩৫), তার ছেলে এমদাদুল (১৮) ও মেয়ে তাসনিম (১১) এবং খুলনা জেলার ভুটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট এলাকার বান্ডারকুট গ্রামের আব্দুল লতিফের ছেলে মনির শেখ (৫০), তার স্ত্রী জোৎ¯œা বেগম (৩০) এবং তার ছেলে জুয়েল (১৮)।
এ বিষয়ে ব্যাটালিন অধিনায়ক জানান, আটককৃতরা প্রায় ৬ বছর আগে পাশ্ববর্তী দেশ ভারতে কাজের সন্ধানে অবৈধভাবে প্রবেশ করে। তারা ভারতের মালদাহ জেলায় বসবাস করতো। সেখান থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে হবি কুঠি থানা আগ্রাবাদ জেল হাজতে প্রেরণ করলে ৩ মাস কারাবাস শেষে পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। নিয়মানুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে আটক শিশু, নারী ও পুরুষদের ফেরত দেয়ার বিধান থাকলেও ভারতের টিলাশন বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৮৮/ইটাঘাটা সীমান্তের ২১৯/৭১ আর সীমান্ত পিলার এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করায়। পরে চাড়ালডাংগা বিওপির টহলদল ২১৯/২৯ আর হতে সীমান্তের ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
তিনি আরো জানান আটককৃতদের মধ্যে ৪ জন শিশু, ৮ জন নারী এবং ৫ জন পুরুষ রয়েছেন যারা খুলনা ও যশোর জেলার বাসিন্দা। পরিচয় যাচাই শেষে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান অধিনায়ক।
এ ব্যাপারে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, চাড়ালডাংগা সীমান্তে সকাল ৮টায় আটককৃত নারী শিশু ও পুরুষদের বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।