ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

 হোমনায় আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

 মোর্শেদুল ইসলাম শাজু,হোমনা

প্রকাশ: ২৩:১৫, ১৪ জানুয়ারি ২০২৬

 হোমনায় আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

ছবি:বাংলার চোখ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হোমনায় আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন হোমনা সেনা ক্যাম্প সমান্ডার ক্যাপ্টেন সাকিবুস সালেহীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব, ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা, প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, প্রমুখ।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে করণীয়, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় সংগঠিত চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক প্রতিরোধ, যানজট নিরসন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ও সমর্থকদের জন্য যথাযথ নির্বাচনী আচরণ বিধি প্রয়োগসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত হয়।
 

আরও পড়ুন