ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩:৫০, ২৩ নভেম্বর ২০২৫
ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনালের বিচারকদের নিয়ে অবমাননাকর মন্তব্য, বক্তব্য ও ছবি অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনাল ও বিচারকদের নিয়ে অবমাননাকর ছবি ও মন্তব্য নজরে আসার প্রেক্ষাপটে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার (২৩ নভেম্বর) স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
তথ্য মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে এই আদেশ বাস্তবায়ন করে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদেশের সময় ট্রাইব্যুনাল বলেন, মুক্ত চিন্তার প্রকাশ ও বাক স্বাধীনতার ক্ষেত্রে সবাই স্বাধীন, তবে সেটা দেশের প্রচলিত আইনের মধ্যে থেকে এবং অবমাননা না করে হতে হবে।
ট্রাইব্যুনালে এসময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অপর প্রসিকিউটর, আসামি পক্ষের আইনজীবী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।