ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৬ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

স্কুল পরিচালকের মুক্তির দাবীতে শিক্ষক-শিক্ষার্থী বিক্ষোভ

গাইবান্ধা  প্রতিনিধি

প্রকাশ: ০০:৩৫, ২২ জুন ২০২৫

স্কুল পরিচালকের মুক্তির দাবীতে শিক্ষক-শিক্ষার্থী বিক্ষোভ

ছবি: বাংলার চোখ

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়াদিগর উত্তরণ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক আকমল হোসেনের  মুক্তির দাবীতে বিক্ষোভ করেছেন প্রতিষ্টানের  শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।

শনিবার (২১ জুন) দুপুরে স্কুল প্রাঙ্গনে দুই শতাধিত শিক্ষার্থী ও স্থানীয়রা এই বিক্ষেভে অংশ নেন । তাদের দাবী ফলিয়া দিগর উত্তরণ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালকের কোন রাজনীতির সাথে যুক্ত না । মুলত স্কুল প্রতিষ্টা ও ব্যবস্যায়ী লেনদেনের জেরে তাকে মিথ্যা মামলায় ফাসাতে তার বিরুদ্ধে একটি পত্রিকায় সংবাদ পরিবেশন করা হয় ।  

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,  সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ফলিয়া দিগর উত্তরণ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক আকমল হোসেন  তার প্রতিষ্টানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকান্ড পরিচালনা করতে ভার্চ্যুয়াল বৈঠক করার একটি সংবাদ জাতীয় দৈনিক পত্রিকায় ১৮ জুন বুধবার ছাপা হয় । এই সংবাদের সুত্র ধরে সেই দিন বিকালেই তাকে আটক করে সাঘাটা থানা পুলিশ । সাঘাটা থানায় আওয়ামী লীগের বিরুদ্ধে কোন মামলা না থাকায় গোবিন্দগঞ্জ থানায় প্রেরণ করা হয়। পরের দিন বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার ১৮০/২৫ জিআর ১০২/২৫ মামলায় অজ্ঞতদের মধ্যে তাকে গ্রেফতার দেখানো হয় এবং আদালতের মাধ্যমে সেদিই জেলহাজতে প্রেরণ করেন। এই ঘটনার পরে আকমলকে নির্দোষ দাবী করে ফলিয়া দিগর উত্তরণ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষরা শনিবার স্কুল মাঠে বিক্ষোভ করেন। তাদের দাবী আকমল হোসেনকে ফাসানো হয়েছে ।
এসময়  স্থানীয় কাপর ব্যবসায়ী রহমত উল্লাহ জানান, আকমল কোন রাজনীতির সাথে জড়িত ছিল না, কেজি স্কুল  নিয়ে বিরোধের জেড়ে আকমলকে ফাসানো হয়েছে । আমরা আকমলের মুক্তি চাই ।

সাজু মিয়া নামের একজন পল্লী চিকিৎসক সাজু মিয়া জানান, আকমল হোসেন অনেক ভালো মানুষ। আকমল না থাকায় এই প্রতিষ্টনটির পাঠদান বন্ধ হচ্ছে তাই আমরা আকমলের মুক্তি চাই ।  

স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার জানান, আমাদের আকমল স্যার অনেক ভালো মানুষ আমরা আকমল স্যারের মুক্তি চাই। আকমল স্যারের মুক্তি না দিলে আমদের স্কুলটির লেখাপড়ার লেখাপড়া বন্ধ হয়ে যাবে।

গ্রেফতারকৃত আকমলের মা আজেদা বেগম জানান, আমার ছেলে আকমল কোন দল করে না। সাদা মাটা মানুষটিকে ফেসে দেয়া হয়েছে ।
 

আরও পড়ুন