ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৬ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

নির্দেশ উপেক্ষা করে ছাত্রাবাসে অবস্থান ঢামেক শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫:৩৫, ২২ জুন ২০২৫

নির্দেশ উপেক্ষা করে ছাত্রাবাসে অবস্থান ঢামেক শিক্ষার্থীদের

ছবি:সংগৃহীত

নির্দেশের পরও ঢাকা মেডিকেল কলেজের ছাত্রাবাস ছাড়েননি শিক্ষার্থীরা। ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ও প্রতিনিধিরা ছাত্রাবাস পরিদর্শনে না গেলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, আন্দোলন বন্ধের জন্য হল বন্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির সাথে কর্তৃপক্ষ একমত জানিয়ে ঢাকা মেডিকেলের অধ্যক্ষ বলেন, ভবনের অন্যান্য তলায় এখনো নতুন ৭শ’ ৫৫ জনের সিট বরাদ্দ করা যাবে। শিক্ষার্থীরা সংকট আর সমাধানের পথ বুঝেছে , তবে তারা আজই সমাধান চায় যা বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন