ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২:৩০, ৭ জানুয়ারি ২০২৬
শীর্ষ তিন পদে এগিয়ে শিবির । ছবি :সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩১টি কেন্দ্রের ফলাফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিবের চেয়ে ৬৫৭ ভোটে এগিয়ে আছেন। তার মোট ভোট ৪৩১৯।
বুধবার (৭ জানুয়ারি) রাত ১০টায় জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে ৩১ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
ঘোষিত ফলাফল অনুযায়ী- ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪৩১৯ ভোট। অন্যদিকে ছাত্রদল সমর্থিত একে এম রাকিব পেয়েছেন ৩৬৬২ ভোট।
এদিকে জিএস ও এজিএস পদে মোট ভোটে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। জিএস পদে ছাত্রশিবিরের আব্দুল আলিম আরিফ ৪৩৩৩ এবং ছাত্রদলের খাদিজাতুল কুবরা ১৭২১ ভোট পেয়েছেন (অর্থনীতি বিভাগের প্রাপ্ত ভোট বাদে)।
এজিএস পদে শিবিরের মাসুদ রানা ৩৮৭৫ এবং ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল ৩১৮২ ভোট পেয়েছেন।
জকসু নির্বাচনের ফল ঘোষণার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যায়। আগের ২২ কেন্দ্রের ঘোষিত ফলাফলে এগিয়ে ছিলেন ছাত্রদলের রাকিব, তবে পরবর্তী কেন্দ্রগুলোর ফলাফলে ব্যবধান কমিয়ে লিড নেন রিয়াজুল।
দীর্ঘ ৩৮ বছর পর মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও লাইনে থাকা শিক্ষার্থীদের জন্য সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়।
নির্বাচন কমিশন সূত্রমতে, হল সংসদে ৭৫ শতাংশ এবং কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ ভোট পড়েছে। পরে সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শুরু হলেও প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর টেকনিক্যাল কারণে তা বন্ধ হয়ে যায়। পরে আবারও শুরু হয় গণনা।