বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০২:০৩, ৩০ নভেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
টাঙ্গাইলে কুমুদিনী সরকারি কলেজ ছাত্রীনিবাসের বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কলেজের ছাত্রীনিবাসের মুক্তমঞ্চে বর্ণিল আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রাজ্জাক খান এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোয়াজ্জম হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান হোস্টেল সুপার ও সহযোগী অধ্যাপক (ইংরেজি) জনাব মোহাম্মদ আকতার হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক, সাংস্কৃতিক ও মানবিক উন্নয়নে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং সকলের অংশগ্রহণে একটি অনুপ্রেরণাদায়ক পরিবেশ সৃষ্টির প্রশংসা করেন।
অনুষ্ঠানে নৃত্য, সংগীত, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।