ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ঢাবিতে রোববার থেকে অনলাইন ক্লাস চালু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২:৪১, ৩০ নভেম্বর ২০২৫

ঢাবিতে রোববার থেকে অনলাইন ক্লাস চালু

.

ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকম্পজনিত ঝুঁকিতে থাকা ভবন সংস্কারকাজ চলার মধ্যেই রোববার (৩০শে নভেম্বর) থেকে অনলাইনে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার প্রকাশিত নোটিশে জানানো হয়, বিভাগীয় চেয়ারম্যান এবং ইনস্টিটিউট পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই পদ্ধতি অব্যাহত থাকবে।

এর আগে একই দিনে সিন্ডিকেটের জরুরি সিদ্ধান্তে ভূমিকম্পের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ আবাসিক হল সংস্কারের জন্য ৫ই ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ছুটির আওতায় আনা হয়। অধিকাংশ শিক্ষার্থী হল ছাড়ায় অভ্যন্তরীণ কর্মকাণ্ড স্থবির হয়ে পড়লেও অনলাইন শিক্ষাক্রমের মাধ্যমে একাডেমিক কার্যক্রম বজায় রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

নোটিশে আরও বলা হয়, ভূমিকম্প ও আফটারশকে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ঝুঁকি মূল্যায়ন এবং সংস্কার পরিকল্পনার জন্য প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিম মাঠে কাজ করছে। তাদের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটি এবং ভবিষ্যতের ক্লাস-সূচি সম্পর্কিত সিদ্ধান্ত পরবর্তী সময়ে জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন