প্র্রতিনিধি
প্রকাশ: ১৮:১৯, ২ জানুয়ারি ২০২৬
মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি
বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও দলীয় প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে হলফনামায় ত্রুটি ও তথ্যের অসঙ্গতির অভিযোগে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ ছাড়া এদিন শিবগঞ্জ (বগুড়া-২) আসনে জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নার বিরুদ্ধে মামলা থাকায় তার মনোনয়নপত্রটিও বাতিল করা হয়েছে।
এর আগে সকাল ১০টা থেকে শুরু হওয়া যাচাই-বাছাই কার্যক্রমে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপির মনোনয়নপত্র বাতিল করা হয়। তার বিরুদ্ধেও মামলা সংক্রান্ত জটিলতা রয়েছে বলে জানানো হয়েছে।
মাহমুদুর রহমান মান্না এক সংবাদ সম্মেলনে বলেন, ২০০৭–০৮ সালের দিকে নিজ এলাকায় ঋণ নিয়ে একটি হিমাগার করেছিলেন। ২০১৪ সালে আওয়ামী লীগের সঙ্গে সমস্যা দেখা দেয়ার পর তিনি জেলে যান। ওই সময় তার ব্যবসায়িক অংশীদার ছিলেন ইউনিয়ন পর্যায়ের এক আওয়ামী লীগ নেতা। তিনি গ্রেপ্তারের পর ওই ব্যবসা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার ব্যবসায়িক অংশীদার হিমাগারের এমডি হয়ে যান।
মান্না জানান, ১০-১২ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, যা এখন ৩৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। ৫ আগস্টের পর ওই এমডির নামে হত্যা ও মানি লন্ডারিংয়ের মামলা হয়েছে। এজন্য তিনি স্ত্রীসহ দেশ ছেড়ে পালিয়েছেন। ঋণখেলাপি থেকে বাঁচতে হলে ওই এমডিকে আদালতে হাজির করতে হবে। তবে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।