ঢাকা, শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

১৯ পৌষ ১৪৩২, ১৩ রজব ১৪৪৭

খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক 

প্রকাশ: ২১:২৪, ২ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোকবার্তায় কাতারের আমির বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানান। 

আমির তাঁর শোকবার্তায় প্রয়াত নেত্রীর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা জানান।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। গত বছর জরুরি চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। কাতারের আমিরের উদ্যোগে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকা থেকে লন্ডনে স্থানান্তর করা হয়েছিল।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। এর একদিন পর বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সংসদ ভবন এলাকায় লাখ লাখ মানুষের অংশগ্রহণে জানাজা শেষে তাঁকে জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়

উৎস: বাসস

আরও পড়ুন