ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ২২:৪০, ২ জানুয়ারি ২০২৬
ছবি -বাংলার চোখ
তীব্র শীতে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে সাগর উপকূলীয় জেলা ঝালকাঠি । হাড় কাপানো তীব্র শীতে কাপছে মানুষ। শীতর সাথে যোগ হয়েছে ঘন কুয়াশা। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
প্রচন্ড কুয়াশার কারনে সকাল থেকে কচুয়া -বেতাগীর বিষখালী নদীতে বন্ধ রয়েছে ফেরী ও খেয়ার নৌকা। ফেরী ও খেয়াঘাট বন্ধ থাকায় বিপাকে পরেছে যাত্রীরা। দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে ধীর গতিতে ।
শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। বেকার হয়ে পড়েছে দিনমজুরা। অসহায় হয়ে পড়ছে নিন্মআয়ের মানুষ। বেড়ে যাচ্ছে শীতকালীন রোগব্যাধি। শীতের প্রকোপে মানুষ ঘরের বাহিরে বের হচ্ছেনা।
কুয়াশায় ব্যহত হচ্ছে নৌযান ও সড়ক পথে যানবাহন চলাচল। অনেকে রাস্তার পাশে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে। প্রচন্ড শীতে চরম দুর্ভোগে পরেছে শ্রমজীবী মানুষ।
শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। সরকারী বা বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরনের দাবী জানিয়েছেন সাধারন মানুষ।