Banglar Chokh | বাংলার চোখ

পূর্ব জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে গুলিবর্ষণ, নিহত ৭

আন্তর্জাতিক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:৪৫, ২৮ জানুয়ারি ২০২৩

আপডেট: ০১:০০, ২৮ জানুয়ারি ২০২৩

সর্বশেষ

পূর্ব জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে গুলিবর্ষণ, নিহত ৭

পূর্ব জেরুজালেমে ইহুদিদের একটি উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায় শুক্রবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে শহরের নেভ ইয়াকভ পাড়ায় এই ঘটনা ঘটে। ইসরাইলি পুলিশ হামলাকারীকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। তারা জানিয়েছে হামলাকারীকে নিস্ক্রিয়  করা হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ঘটনাস্থলেই অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় অনেককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 ইসরাইলি পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম ফাদি আয়েশ। সে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের একজন সদস্য। ফাদি আয়েশ পূর্ব জেরুজালেমের শুয়াফাতে এলাকায় বসবাস করতেন। 
 
ইসরাইলি পুলিশ আরও জানায়, আয়েশ সয়ংক্রিয় রাইফেল নিয়ে আব্রাহাম সিনাগগে এলোপাতাড়ি গুলি চালিয়ে বেইত হানিনার ফিলিস্তিনি পাড়ার দিকে পালিয়ে যায়।
 
 টাইমস অব ইসরাইল জানায়, পরে ইসরাইলি পুলিশ তাকে গ্রেফতারের অভিযান চালানোর সময় সে পুলিশের দিকে গুলি ছোঁড়ে। পরে পুলিশের গুলিতে নিহত হয়।
 
 এদিকে ইহুদি উপাসনয়ালয়ে হামলায় নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, 'আমরা  ইসরাইলি জনগণের সাথে সংহতি জ্ঞাপন করছি।' এছাড়া যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
 
বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি সামরিক অভিযানের সময় নয়জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর থেকে এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে।

সূত্র: বিবিসি

সর্বশেষ

জনপ্রিয়