ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

ট্রাম্পের যে তালিকায় বাংলাদেশ আছে, নেই ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫:১৯, ৫ জানুয়ারি ২০২৬

ট্রাম্পের যে তালিকায় বাংলাদেশ আছে, নেই ভারত

.

মার্কিন অভিবাসীর জন্য সরকারি কল্যাণ ও সহায়তা সুবিধা গ্রহণের তালিকায় আছে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, চীন ও নেপালসহ কয়েকটি দেশ। তবে ওই তালিকায় নেই ভারতের নাম। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৪ঠা জানুয়ারি এসব দেশের নামের একটি তালিকা প্রকাশ করেছেন। বার্তা সংস্থা পিটিআই’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে দ্য হিন্দু।

এতে বলা হয়, ‘ইমিগ্রান্ট ওয়েলফেয়ার রিসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শিরোনামের তালিকায় বিশ্বজুড়ে প্রায় ১২০টি দেশ ও অঞ্চল রয়েছে। এসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে বিভিন্ন সহায়তা পায়। এই তালিকায় ভারত নেই।

ট্রুথ সোশ্যালে পোস্ট করা চার্টে অভিবাসীদের জন্মদেশ এবং কত শতাংশ অভিবাসী পরিবার সহায়তা পায় তা তুলে ধরা হয়েছে। তালিকায় উল্লেখ করা হয়েছে বাংলাদেশের অভিবাসীদের শতকরা  ৫৪.৮ ভাগ পরিবার এই সহায়তা পায়। পাকিস্তানের ক্ষেত্রে এই হার ৪০.২ ভাগ, নেপালে ৩৪.৮ ভাগ, চীনে ৩২.৯ ভাগ,ইসরাইল/ফিলিস্তিনের ক্ষেত্রে  ২৫.৯ ভাগ, ইউক্রেনের ক্ষেত্রে  ৪২.৭ ভাগ এবং এশিয়ার (অনির্দিষ্ট/শ্রেণিবদ্ধ নয়) ক্ষেত্রে  ৩৮.৮ ভাগ। 

তথ্য-উপাত্তে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বৃহত্তর জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে ভারতীয়-আমেরিকানদের গড় পারিবারিক আয় সবচেয়ে বেশি। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ভারতীয়-আমেরিকানরা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এশীয় বংশোদ্ভূত জনগোষ্ঠী। এই সংখ্যা দেশটির মোট এশীয় জনগোষ্ঠীর প্রায় ২১ ভাগ। ২০২৩ সালে ভারতীয়দের নেতৃত্বাধীন পরিবারগুলোর বার্ষিক গড় পারিবারিক আয় ছিল ১,৫১,২০০ ডলার।

সমগ্র এশীয়-নেতৃত্বাধীন পরিবারের ক্ষেত্রে এই আয় ছিল ১,০৫,৬০০ ডলার। ভারতীয় অভিবাসী পরিবারের প্রধানদের নেতৃত্বাধীন পরিবারগুলোর গড় আয় ছিল আরও বেশি ১,৫৬,০০০ ডলার, যেখানে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ভারতীয় পরিবারের প্রধানদের ক্ষেত্রে আয় ছিল ১,২০,২০০ ডলার।

পিউ-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ১৬ বছর বা তার বেশি বয়সী ভারতীয়-আমেরিকানদের গড় বার্ষিক ব্যক্তিগত আয় ছিল ৮৫,৩০০ ডলার, যা সমগ্র এশীয় জনগোষ্ঠীর গড় আয়ের (৫২,৪০০ ডলার) চেয়ে বেশি।

সূত্র: দ্য হিন্দু

আরও পড়ুন