ঢাকা, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

২৪ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

মাহাথির মোহাম্মদ হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫:০০, ৬ জানুয়ারি ২০২৬

মাহাথির মোহাম্মদ হাসপাতালে

মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ফাইল ছবি

মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নিজ বাসভবনে পড়ে গিয়ে আহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) এই দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাহাথির মোহাম্মদের বিশেষ সহকারী সুফি ইউসুফ জানান, মঙ্গলবার সকালে মাহাথির মোহাম্মদ তাঁর বাসভবনের বারান্দা থেকে বসার ঘরে যাওয়ার সময় হঠাৎ পড়ে যান। এরপর তাঁকে জরুরি ভিত্তিতে পর্যবেক্ষণের জন্য কুয়ালালামপুরের ‘ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট’-এ নেওয়া হয়েছে।

সুফি ইউসুফ আরও বলেন, মাহাথির মোহাম্মদ এখন সচেতন আছেন। তবে তাঁকে হাসপাতালে কতদিন ভর্তি থাকতে হবে, সে বিষয়ে চিকিৎসকরা এখনও চূড়ান্ত কিছু জানাননি।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মাহাথির মোহাম্মদ বার্ধক্যজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করা হয়েছিল। গত জুলাই মাসে নিজের ১০০তম জন্মদিন উদযাপনের পরপরই অতিরিক্ত ক্লান্তির কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।


মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে যখন তিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসেন, তখন ৯৪ বছর বয়সে তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নির্বাচিত নেতা।

সূত্র: এএফপি

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন