ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

২৪ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২:০৬, ৫ জানুয়ারি ২০২৬

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

ছবি :সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার একটি ঘটনা ঘটেছে। তবে এটি পরিকল্পিত বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চালানো হামলা কি না—সে বিষয়ে নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনার সময় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স কিংবা তার পরিবারের কোনও সদস্য বাসভবনে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাথমিকভাবে নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা, বাসভবনের ভেতরে কেউ প্রবেশ করতে সক্ষম হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বাড়ির জানালার কাচ ভাঙা অবস্থায় দেখা গেছে। জানালাগুলো কীভাবে ভাঙলো বা এর পেছনে কি উদ্দেশ্য ছিল—সে বিষয়ে এখনো স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তির লক্ষ্য ভাইস প্রেসিডেন্ট বা তার পরিবারের কেউ ছিলেন কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সময় ৫ জানুয়ারি রাতের দিকে ঘটনাটি ঘটে। 

সিনসিনাটি পুলিশের ডিসপ্যাচ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে মার্কিন সিক্রেট সার্ভিস পুলিশের সহায়তা চাওয়া হয়। ওই সময় একটি সন্দেহজনক ব্যক্তিকে দৌড়ে পালাতে দেখা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ কিংবা আটক ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পাশাপাশি সন্দেহভাজনের পরিচয়ও আপাতত গোপন রাখা হয়েছে।

সূত্র: সিএনএন

আরও পড়ুন