ঢাকা, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

২৪ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৩:০৪, ৬ জানুয়ারি ২০২৬

ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছবি:বাংলার চোখ

ঝালকাঠির নলছিটি উপজেলায় এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নলছিটি পৌর শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজবি আহমেদ সবুজ।

এসময় থানার পোল এলাকায় একটি ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এতে ফ্রেশ এলপিজি লিমিটেড থেকে একটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস সরবারহের প্রমাণ পাওয়া যায়।

পরে কোম্পানির প্রতিনিধি বিপ্লব রায়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ দশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

এ অভিযানে নলছিটি পৌরসভার বিভিন্ন খুচরা দোকানে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন