মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা থেকে
প্রকাশ: ০০:২৮, ৬ জানুয়ারি ২০২৬
ছবি-বাংলার চোখ
কুমিল্লার হোমনায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার চৌরাস্তা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চৌরাস্তা মোড় সংলগ্ন ‘নূর আলম স্টোর’ নামের একটি দোকানে অভিযান চালানো হয়। সেখানে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে সঙ্গীয় পুলিশের ফোর্সের সহযোগীতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম দোকানের মালিক নূরে আলমকে দুই হাজার টাকা জরিমানার আদেশ দেন। নূরে আলম স্থানীয় আব্দুল লতিফের ছেলে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম বলেন, বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করার অপরাধে নূর আলমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা আইনত অপরাধ। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে তিনি বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও সঠিক মূল্যে পণ্য বিক্রির জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।