আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:১৯, ৬ জানুয়ারি ২০২৬
জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিখ মার্জ । ফাইল ছবি
জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিখ মার্জকে তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানি।
এই সপ্তাহের শুরুতে নিকোলাস মাদুরোকে যেভাবে তুলে নেওয়া হয়েছে, সেটিকে উদাহরণ করে মেদভেদেভ বলেছেন, তিনি অন্যান্য বিশ্বনেতাদের, বিশেষ করে মার্জকে অপহরণের সম্ভাবনা ভাবতে পারছেন।
রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেছেন, ‘নিও-নাৎজি মার্জের অপহরণ এই ঘটনার কার্নিভালে এক চমৎকার মোড় হতে পারে’ এবং যুক্তরাষ্ট্রের মতো এমন একটি অপারেশন অবাস্তব নয়।’
তিনি জার্মানিতে মার্জের বিরুদ্ধে অভিযোগ আনার মতো ‘ভূমিকা’ রয়েছে বলেও দাবি করেন। এমন ইঙ্গিতের তীব্র নিন্দা জানিয়েছে জার্মান। দেশটিরর সরকারি মুখপাত্র সেবাস্টিয়ান হিলে বলেছেন, চ্যান্সেলর মার্জ ‘ভালভাবে নিরাপদ ও সুরক্ষিত’ আছেন এবং তার নিরাপত্তা বাড়ানোর কোন প্রয়োজন দেখা যাচ্ছে না।
এই সপ্তাহের শুরুতে মাদুরো এবং তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক অভিযানে আটক করা হয়। সেখানে মাদকপাচারের অভিযোগের আদালতেও মুখোমুখি হতে হচ্ছে। এই ঘটনাকেই মেদভেদেভ নিজের মন্তব্যের প্রেক্ষাপট হিসেবে দেখিয়েছেন। যা ভালোভাবে নেয়নি জার্মানি।
সূত্র:আনাদালু এজেন্সি