শাহরিয়ার মিল্টন , শেরপুর থেকে
প্রকাশ: ০১:৩২, ৪ জানুয়ারি ২০২৬
ছবি-বাংলার চোখ
‘বাঁচলে প্রকৃতি বাঁচবে দেশ, রক্ষা করি গজনীর পরিবেশ’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্র এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী) দুপুরে গজনী অবকাশ কেন্দ্রের সীমান্ত সড়কের চৌরাস্তায় এ মানববন্ধনের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ভয়েস অব পুওর পিপল।
মানববন্ধনে বক্তব্য দেন শেরপুর বার্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও শাইন্’র নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি, এপেক্সিয়ান মো. মমিনুল ইসলাম, ভয়েজ অব পুওর পিপল এর সহ-সভাপতি হাসান ফরহাদ, নির্বাহী পরিচালক জিয়াউর রহমান মুন্না প্রমুখ।
পরিবেশবাদী সংগঠন শাইন্’র নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি বলেন, শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের বিশাল এলাকা জুড়ে শাল গজারীসহ বিভিন্ন দেশীয় প্রজাতির বৃক্ষ ও লতাগুল্ম দিয়ে সমৃদ্ধ ছিল এ ঘন বন। এ বনে এক সময় নানা বৈচিত্রের ফুল, ফল, বন্য প্রাণী ও পাখির অভয়াশ্রম ছিল। কালের পরিক্রমায় বনের ভিতরে যত্রতত্র মানুষের নির্বিচার দখলদারী ও বন ধ্বংসের কারণে অনেক কিছুই আজ হারিয়ে গেছে। ফলে এলাকার পরিবেশের ভারসাম্যও নষ্ট হয়ে গেছে।
পাহাড়ের ভিতরে অপরিকল্পিতভাবে পর্যটন কেন্দ্র গড়ে তুলে স্থাপনা নির্মাণ, গাছ নিধন, পাহাড় কাটা, বর্জ্য ও শব্দ দূষণে আজ জীব বৈচিত্র ও প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। তিনি অবিলম্বে পরিবেশ বিধ্বংসী সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করে গজনী অবকাশ কেন্দ্রসহ অন্যান্য পর্যটন স্পটকে পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার দাবি জানান।