ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

২৪ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

এইউবিতে ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ পেলেন মাহমুদুর রহমান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:৪০, ৪ জানুয়ারি ২০২৬

এইউবিতে ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ পেলেন মাহমুদুর রহমান

ছবি :সংগৃহীত

 পেশাগত উৎকর্ষতা, নৈতিক নেতৃত্ব এবং দেশ ও মানুষের কল্যাণে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ পেলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

রোববার বেলা ১১টার দিকে আশুলিয়ায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

এ বছর ৬ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ দিয়েছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সম্মাননা চালু করেছে প্রতিষ্ঠানটি।

মাহমুদুর রহমান ছাড়াও আরো ৫ জনকে ‘এইউবি ফাউন্ডার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়, তাঁরা হলেন— শিক্ষা নেতৃত্ব, গবেষণা ও জ্ঞানচর্চায় অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, শিক্ষা নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে ভূমিকার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন, বাংলা সাহিত্য ও একাডেমিক গবেষণায় অনন্য অবদানের জন্য বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সামাজিক সেবায় অবদানের জন্য সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং সামাজিক সেবা ও প্যারেন্টিং শিক্ষায় অবদানের জন্য যুক্তরাজ্যের মুসলিম ও বৃহত্তর কমিউনিটির নেতা এবং মুসলিম কাউন্সিল অব ব্রিটেন-এর সাবেক সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ আবদুল বারী।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে গত তিন দশক ধরে উচ্চশিক্ষা বিস্তার, গবেষণা এবং মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে কর্ম ও আদর্শের মাধ্যমে অনুকরণীয় ভূমিকা রাখা ব্যক্তিত্বদের যথাযথ স্বীকৃতি দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন