ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

৩ মাঘ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

 সংবাদকর্মী ও মানবাধিকার কর্মী একে অপরের পরিপূরক 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৮:০২, ১৪ জানুয়ারি ২০২৬

 সংবাদকর্মী ও মানবাধিকার কর্মী একে অপরের পরিপূরক 

ছবি :সংগৃহীত

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন বলেছেন   সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। হিংসা নয়, বিদ্বেষ নয় সবার আগে ভালো মানুষ হতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। সমাজের অন্ধকার গুলো ফুটিয়ে তুলতে হবে, আলোকিত করতে হবে।

নিজে প্রশিক্ষণ নিতে হবে, অপরকে শিখতে আগ্রহী করে তুলতে হবে। সাংবাদিক সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদকর্মী ও মানবাধিকার কর্মী একে অপরের পরিপূরক। শুধু নিজের স্বার্থ নয়। সবার জন্য কাজ করতে হবে।

তিনি  জাতীয়  সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন টাঙ্গাইলের এলেঙ্গা ইউনিটের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন ।

 বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এলেঙ্গা ইউনিটের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের আহবায়ক মোহাম্মদ রমজান আলী।

 জাতীয় সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এলেঙ্গা ইউনিটের যৌথ উদ্যোগে আজ সন্ধ্যার পর স্থানীয়  কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের সদস্য সচিব  বুলবুল আহমেদ শিকদার, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এলেঙ্গা ইউনিটের সদস্য সচিব সেলিম রেজা, সম্মানিত সদস্য আব্দুল মোতালেব, সবুজ সরকার, সাইফুল ইসলাম সজীব,আবু সায়েম, সাইদুর রহমান পলাশ, মনির হোসেন, কেরামত আলী, শাহেদ মোল্লা,ফজলুল হক, পারভিন আক্তার প্রিয়া প্রমুখ।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন