ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪:৫৭, ২২ ডিসেম্বর ২০২৫
.
শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় শহীদ হাদি চত্বর (শাহবাগ) থেকে শহীদ মিনার পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এদিন বেলা সোয়া ২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চ ও শহীদ ওসমান হাদির ভেরিফায়েড পেইজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে দেওয়া এক ব্যানারে বলা হয়- শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বেলা ৩টায়। শহীদ হাদি চত্বর (শাহবাগ) থেকে শহীদ মিনার।
এর আগে, জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
এ সময়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।