ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬:০২, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
মহান বিজয় দিবসের আনন্দে রাজধানীর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই মানুষের ঢল নামে। সকাল পৌনে ১০টার দিকে আগারগাঁও সংলগ্ন বিমানবন্দরের ফটকে দীর্ঘ সারিতে দর্শনার্থীরা দাঁড়ান, নিরাপত্তা তল্লাশি শেষে একে একে প্রবেশের ব্যবস্থা করা হয়। শিশু, পরিবার ও উৎসুক জনতার ভিড় বিমানবন্দরজুড়ে ছড়িয়ে পড়ে।
দর্শনার্থীরা জাতীয় পতাকা হাতে নিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন। অনেকের কপালে জাতীয় পতাকার আদলের ফিতা বা ‘বিজয় দিবস’ লেখা কাপড় দেখা গেছে। পরিবারের সঙ্গে লাল-সবুজের পোশাকে সজ্জিত হয়ে তারা এয়ার শোর উত্তেজনা অনুভব করছেন।
গতকাল এক তথ্যবিবরণীতে সরকার জানিয়েছিল, মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টায় এই জমকালো এয়ার শো অনুষ্ঠিত হবে। তবে সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠান শুরু হয়নি। বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে বিমানবন্দর ও আশপাশে ড্রোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
বিজয়ের ৫৪তম বার্ষিকীতে এয়ার শোতে বিশেষ আকর্ষণ হিসেবে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে নতুন বিশ্ব রেকর্ড গড়বেন। এই দলের শেষ ৬ সদস্য তাদের নেমপ্লেটের পরিবর্তে সুদানের ইউনাইটেড নেশনস (ইউএন) ঘাঁটিতে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর নাম লিপিবদ্ধ করে প্যারাট্রুপিং করবেন।
প্যারাট্রুপিং দলের একজন আশিক চৌধুরী, যিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর বর্তমান নির্বাহী চেয়ারম্যান। তিনি এই বিশেষ উত্সবে শরিফ ওসমান বিন হাদির ছবি আঁকা হেলমেট পরে ঝাঁপ দেবেন।
দর্শনার্থীরা এয়ার শো উপভোগের অপেক্ষায় থাকলেও উৎসবমুখর পরিবেশ এবং বিশ্ব রেকর্ডের উত্তেজনা পুরো বিমানবন্দরকে প্রাণবন্ত করে তুলেছে।