ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২:০৪, ১১ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা ও ভোটারদের বিশ্বাসযোগ্য উপস্থিতি বড় গুরুত্ব বহন করছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বাংলাদেশ সফরে থাকা ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবস রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে বলেন, ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে গণভোট ও জাতীয় নির্বাচন; এই দুটি নির্বাচনের গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্য অর্জনের জন্য সমাজের সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন, যাতে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।
ইভারস আইজাবস আরও বলেন, নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হওয়া জরুরি। আশা করি, আমাদের পর্যবেক্ষণ কার্যক্রম নির্বাচনি প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইইউ ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা দেয়। এ বিষয়ে জানানো হয়, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস প্রধান পর্যবেক্ষক হিসেবে দলের নেতৃত্ব দেবেন। ডিসেম্বরের শেষ দিকে পর্যবেক্ষক দল বাংলাদেশে এসে কার্যক্রম শুরু করে এবং আজ আরও ৫৬ জন পর্যবেক্ষক দীর্ঘ সময় বাংলাদেশে অবস্থানের জন্য ঢাকায় পৌঁছেছেন। দেশের ৬৪ জেলায় তারা নির্বাচনের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।
ইইউ পর্যবেক্ষক মিশনের প্রধান জানান, ২০০৫ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে অনুমোদিত ‘আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা’ অনুযায়ী মিশনের কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশে উপস্থিত সব পর্যবেক্ষক কঠোর আচরণবিধি মেনে চলবেন।