ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

২৮ পৌষ ১৪৩২, ২২ রজব ১৪৪৭

বাংলাদেশ ইস্যুতে ভারতের মন্তব্যের কড়া জবাব দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২:১০, ১১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ ইস্যুতে ভারতের মন্তব্যের কড়া জবাব দিল পাকিস্তান

ছবি :সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা ও নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ক্রমবর্ধমান সহযোগিতা নিয়ে ভারতের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ সাফ জানিয়ে দিয়েছে, দুই সার্বভৌম রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মন্তব্য করার কোনো অধিকার নয়াদিল্লির নেই।

সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্ভাব্য ‘জেএফ-১৭ থান্ডার’ মাল্টিরোল ফাইটার জেট ক্রয়সংক্রান্ত আলোচনা নয়াদিল্লি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ের ওপর তারা নজর রাখছেন। 

এছাড়া আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর ক্ষেত্রে ভারতীয় আকাশসীমা ব্যবহারের বিষয়েও বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দেন।

ভারতের এই বক্তব্যের প্রেক্ষিতে আজ রোববার (১১ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের সূত্রগুলো জানায়, নয়াদিল্লির এই পর্যবেক্ষণ সম্পূর্ণ ‘অযৌক্তিক ও অনভিপ্রেত’। ইসলামাবাদ এটিকে দুই সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা হিসেবে অভিহিত করেছে। পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলেন, ঢাকা ও ইসলামাবাদের সম্পর্কের ধরন বা পরিসর নির্ধারণে কোনো তৃতীয় পক্ষের অনুমোদন বা বৈধতার প্রয়োজন নেই।  

সম্প্রতি বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের পাকিস্তান সফরের সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের বিষয়টি সামনে আসে। বৈঠকে পাকিস্তান বিমানবাহিনী (পিএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সঙ্গে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনা ও রাডার সিস্টেম একীভূতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাকিস্তান দ্রুততম সময়ে ‘সুপার মুশশাক’ প্রশিক্ষণ বিমান সরবরাহ এবং দীর্ঘমেয়াদি কারিগরি সহায়তার আশ্বাসও দিয়েছে।

সূত্র: দ্য ন্যাশন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন