ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

২৮ পৌষ ১৪৩২, ২২ রজব ১৪৪৭

আজমিরীগঞ্জে প্রথম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০:২১, ১১ জানুয়ারি ২০২৬

আজমিরীগঞ্জে প্রথম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ফাইল ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ।

অভিযোগে জানা যায় সেই শিক্ষার্থীকে দোকান থেকে জিনিস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ীর আঙিনায় নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এনে আজমিরীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে শিশুর পিতা।

এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম তোফায়েল মিয়া (১৭)। ভুক্তভোগী শিশু একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত মঙ্গলবার বিকেলে প্রাইভেটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে এ সময় বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে অভিযুক্ত তোফায়েল মিয়া তাকে দোকান থেকে জিনিস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে একা পেয়ে তোফায়েল মিয়া হরমুজ উল্লাহ’র বাড়ির পাশে আড়ালে নিয়ে ভুক্তভোগী শিশুর মুখ চেপে ধরে এবং পরনের জামা-কাপড় খুলে ফেলতে চেষ্টা করে। শিশুটির চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত তোফায়েল পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশুর পিতা জানান,এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। 

বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মিমাংসার জন্য গত বৃহস্পতিবার রাতে এক শালিস বৈঠক  বসে। সালিশ অবমাননা করে তোফায়েল ও তার স্বজনদের হামলায় শিশুটির বড় ভাই অনিকের উপর হামলা চালায়।হামলায় শিশুর বড় ভাইকে দাঁতে গুরুতর জখম হওয়ায় তাঁকে  হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কয়েকজন জানান , বিষয়টি নিষ্পত্তির জন্য এক  শালিস বৈঠকের আয়োজন করা হয়। শালিসের এক পর্যায়ে বোর্ড গঠন করা হয়। বোর্ড সিদ্ধান্ত নেয়ার আগেই অভিযুক্তদের স্বজন ও ভিকটিমের স্বজনদের মধ্যে ঝগড়া শুরু হলে শালিসি বৈঠক বাতিল হয়ে যায়।আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেন জানান, ধর্ষনের চেস্টার অভিযোগ মামলা রুজু করা হয়েছে। আসামীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন