ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২:২৫, ৭ জানুয়ারি ২০২৬
নিহত আজিজুর রহমান মুসাব্বির। ছবি: সংগৃহীত।
ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন ব্যবসায়ী আবু সুফিয়ান ব্যাপারি মাসুদ (৪২)।
বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর তেজগাঁও কাজীপাড়া এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত মুসাব্বিরকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।রাত সোয়া ৯টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ব্যাপারি মাসুদকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জাবেদ জানান, মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার বাসা কেরানীগঞ্জে। রাতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির ও মাসুদসহ কয়েকজন কাজীপাড়া স্টারের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে আসা কয়েকজন মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি করে।
তিনি আরও জানান, দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বিআরবি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাতে মাসুদকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। তবে বিস্তারিত কিছু জানেন না বলে দাবি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ব্যাপারি মাসুদের পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।