ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

২৮ পৌষ ১৪৩২, ২২ রজব ১৪৪৭

ঝালকাঠির রাজাপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২২:৫৪, ১১ জানুয়ারি ২০২৬

ঝালকাঠির রাজাপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ছবি:বাংলার চোখ

ঝালকাঠির রাজাপুর সহ বিভিন্ন এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে রাজাপুর মুক্তিযোদ্ধা ভবনে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আকিজ মনোয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং আলোকিত ইসলামিক একাডেমীর ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৪শ’ অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন সাংবাদিক এনামুল হোসেন খান, সাংবাদিক আবু সায়েম আকন, এম খায়রুল ইসলাম পলাশ ও আলোকিত ইসলামি অ্যাকাডেমির পক্ষে সাইদুল ইসলাম আজাদ প্রমুখ।  এছাড়া আলাহাজ মুনসুর আলী মাদ্রা ও আলোকিত ইসলামিক একাডেমির প্রাঙ্গনে উপস্থিত ছিলে গ্রামে প্রবীন ব্যক্তিত্ব মালেক সিকদার, কাঞ্চন সিকদার, মাওলানা জসিম, সমাজসেবক সুমন, সোহেল সিকদার প্রমুখ সহ মাদ্রাসার শিক্ষক সহ অনেকে।

আলোকিত ইসলামিক অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমান বলেন, আমারা ঢাকা নোয়াখালি রাজপুরের বিভিন্ন স্থানে শ্রেণি-পেশার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। এই  সহযোগিতা করার জন্য দাতাদের বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতায় ৪ শতাধিক মানুষ কম্বল পেয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
 

আরও পড়ুন