ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

চলতি মাসে দেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম আবহাওয়া অফিস বলছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:২৩, ২০ জানুয়ারি ২০২৬

চলতি মাসে দেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম আবহাওয়া অফিস বলছে

ফাইল ছবি

চলতি বছরের জানুয়ারি মাসে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দফা শৈত্যপ্রবাহে জনজীবনে বিপর্যয় নেমে আসে। এ মাসের বাকি দিনগুলোতে আরও প্রবাহ আসবে কিনা এমন প্রশ্ন এখন মুখে মুখে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ মাসের বাকি দিনগুলোতে দেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস।       

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, মাসের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে শৈত্যপ্রবাহ দূর হয়েছে। তবে আগামী দুদিন তাপমাত্রা কিছুটা কমতে পারে, এতে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা দেখছি না।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন