ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

১০ পৌষ ১৪৩২, ০৪ রজব ১৪৪৭

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে জামায়াত নেতার মনোনয়নপত্র সংগ্রহ

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা থেকে

প্রকাশ: ০১:২০, ২৫ ডিসেম্বর ২০২৫

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে জামায়াত নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ছবি -বাংলার চোখ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) নির্বাচনি এলাকা। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য মাওলানা মো. নাজিম উদ্দিন।

আজ বুধবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মাওলানা মো. নাজিম উদ্দিনের পক্ষে মনোনয়নপত্রটি গ্রহণ করেন হোমনা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. ছাইদুল হক এবং তিতাস উপজেলা আমীর শামীম সরকার বিজ্ঞ।

মনোনয়নপত্র সংগ্রহের সময় সহকারী রিটার্র্নিং কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব উপস্থিত ছিলেন। 

এদিকে, একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রমিজ উদ্দিন (লন্ডনী)। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী সুশৃঙ্খলভাবে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করছেন। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম জানান, নির্বাচনি তফসিল অনুযায়ী আজ বুধবার পর্যন্ত কুমিল্লা-২ আসনের জন্য আমাদের এই কার্যালয় থেকে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও নির্বাচন কমিশন তৎপর রয়েছে।

আরও পড়ুন