ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

১০ পৌষ ১৪৩২, ০৪ রজব ১৪৪৭

পদত্যাগ করেছেন খোদা বকশ চৌধুরী

প্রকাশ: ০১:২৯, ২৫ ডিসেম্বর ২০২৫

পদত্যাগ করেছেন খোদা বকশ চৌধুরী

ছবি :সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে গেজেট জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গেজেটে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

২০২৪ সালের নভেম্বরে খোদা বকশ চৌধুরীকে বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়।

আরও পড়ুন